আন্তর্জাতিক ডেস্ক : দেশজুড়ে করোনা আতঙ্কের মধ্যে জরুরি অবস্থা ঘোষণা করলেও হাত মেলানো বন্ধ করেননি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার ট্রাম্প ভাইরাসের ক্রমবর্ধমান প্রাদুর্ভাব মোকাবিলার জন্য দেশটিতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেন। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রে ‘কোভিড-১৯’ রোগে এ পর্যন্ত ১,৭০১ জন আক্রান্ত হয়েছেন এবং ৪০ জন মারা গেছেন।
তবে একই দিন রোজ গার্ডেনে আয়োজিত এক সংবাদ সম্মেলন অনুষ্ঠানে তাকে উপস্থিতি ব্যবসায়ী ও স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের কয়েকজন প্রতিনিধির সঙ্গে হাত মেলাতে দেখা গেছে।
ট্রাম্প হাত মিলিয়ে বলেন, ‘মনে হয় অভিবাদন জানানোর জন্য হাত বাড়িয়ে দিতে আমাদের বেশ কঠিন সময় কাটাতে হচ্ছে।’
জনস্বাস্থ্য কর্মকর্তারা ভাইরাসটির বিস্তার রোধে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে মার্কিনীদের হাত মেলান পরিহারের পরামর্শ দেয়।
করোনাভাইরাস থেকে সৃষ্ট প্রাণঘাতী ‘কোভিড-১৯’ রোগে আক্রান্ত হয়ে শনিবার পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৩৬ জনে। আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৫ হাজার ৮১০ জন ছাড়িয়েছে।
খবর: ইউএনবি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।