স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়া এবং নিউ জিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি বাতিল করেছে দুই দেশের ক্রিকেট বোর্ড। সিরিজে ইতোমধ্যেই একটি ওয়ানডে অনুষ্ঠিত হয়েছে, যেখানে ৭১ রানে জিতেছে অস্ট্রেলিয়া।
করোনাভাইরাস আতঙ্কের কারণেই মূলত সিরিজটি বাতিলের সিদ্ধান্ত নেয় দুই দেশের ক্রিকেট বোর্ড। সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল দর্শকবিহীন গ্যালারিতে, রুদ্ধদ্বার স্টেডিয়ামে।
এর আগে ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজও বাতিল করে এই দুই দেশের ক্রিকেট বোর্ড। শুক্রবার বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) জানায়, সিরিজটির পরবর্তী সূচি তারা পরে জানিয়ে দেবে।
ধর্মশালায় ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। সিরিজের বাকি দুই ওয়ানডে ম্যাচ দর্শকশূন্য মাঠে আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছিল।
যদিও করোনাভাইরাসের প্রকোপের কারণে একদিন পরেই সিরিজটি বাতিল করে সংশ্লিষ্টরা। এর ফলে কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল।
করোনাভাইরাসের কারণে বিসিসিআই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর ১৭ দিন পিছিয়ে দিয়েছে। শুক্রবারই এই সিদ্ধান্তের কথা জানায় ভারতের ক্রিকেটের সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থা।
তারও আগে করোনাভাইরাসের প্রকোপের কারণে শ্রীলঙ্কা সফর বাতিল করে ইংল্যান্ড। একটি প্রস্তুতি ম্যাচে মাঠে নামলেও, সেই ম্যাচ শেষ না করেই দেশে ফেরার বিমান ধরে তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।