স্পোর্টস ডেস্ক : এবারের পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নিজেদের মাটিতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবির এই আয়োজনে বিদেশি ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেনি। তবে করোনাভাইরাসের আতঙ্কে তড়িঘড়ি করে পাকিস্তান ছাড়তে চাচ্ছেন ইংলিশ ক্রিকেটাররা।
এবারের পিএসএল খেলছেন মঈন আলী, জেমস ভিন্স, জেসন রয়, টম ব্যান্টন, অ্যালেক্স হেলস, ক্রিস জর্ডানসহ ১৫ জন ইংলিশ ক্রিকেটার। ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হচ্ছে, করোনাভাইরাস আতঙ্কে তড়িঘড়ি করে পাকিস্তান ছাড়তে চাচ্ছেন ইংলিশ ক্রিকেটাররা। তাদেরকে দ্রুত দেশে ফিরতে প্রয়োজনীয় সাহযোগিতা করছে পিসিবি।
প্রতিবেদনে আরো বলা হচ্ছে, করোনার কারণে বিভিন্ন দেশ ফ্লাইট বাতিল করে দিয়েছে। কিছু দেশ তাদের ভূমিতে বিদেশি প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে। পরিস্থিতি আরও খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে পাকিস্তানের আটকে পড়ার শঙ্কায় দ্রুত দেশে ফিরতে চাচ্ছেন ইংলিশ ক্রিকেটাররা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।