আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের আতঙ্কে বাড়িতে বসে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে গুগল এবং বিং এর কিছু কর্মী।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে ভয়াবহ আকার ধারণ করেছে করোনা। জুরিখ এবং ডাবলিনে গুগলের দুইটি অফিস রেহাই পাইনি করোনা আতঙ্ক থেকে। এরই মধ্যে গুগলের জুরিখ অফিসেই করোনায় আক্রান্ত রোগীর খোঁজ মিলেছে। এসব কারণেই গুগলের কিছু কর্মীকে বাড়ি থেকে কাজ করার অনুমতি দেওয়া হয়েছে। তবে গুগলের সব কর্মীরা ঘরে বসে কাজের অনুমতি পাচ্ছেনা।
গুগলের একজন সার্চ ইঞ্জিন প্রকৌশলী বলছেন এটা খুবই হতাশাজনক যে সব কর্মীদের জন্য বাসায় থেকে কাজ করার অনুমতি দেওয়া হচ্ছে না। এদিকে বিং এর প্রধান ফ্রেডারিক ডিবেট বলছেন, সকল প্রকার ঝুঁকি এড়াতে সব কর্মীকে বাসায় বসে কাজ করার নির্দেশনা দিয়েছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।