আন্তর্জাতিক ডেস্ক : সারাবিশ্ব যখন কোভিড-১৯ (করোনাভাইরাস) প্রকোপ থেকে বাঁচতে দিশেহারা তখন ভারতে নেয়া হলো নতুন ধরনের পদক্ষেপ।
ভাইরাসের সংক্রমণ রুখতে এবার ভারতের দিল্লিতে চা পার্টির মতো ‘গোমূত্র পার্টি’ আয়োজন করতে যাচ্ছে দেশটির হিন্দু মহাসভা। এ সিদ্ধান্ত জানিয়েছেন সংগঠনটির সভাপতি চক্রপাণি মহারাজ। খবর ভারতীয় গণমাধ্যম এই সময় এর।
Advertisement
গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘চা পার্টির মতো আমরা গোমূত্র পার্টি আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি। এইসব পার্টিতে আমরা ভাইরাসটি কি এবং গোজাত পণ্য গ্রহণ করলে কীভাবেই এই রোগ থেকে বাঁচা যায় সে সম্পর্কে সাধারণ মানুষকে বোঝাব।
এর আগে এই ভাইরাসকে ‘অবতার’ আখ্যা দিয়ে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিলেন তিনি। তখন বলেছিলেন, আমিষাশীদের শাস্তি দিতে এবং ক্ষুদ্র প্রাণিদের রক্ষা করতেই পৃথিবীতে করোনার আগমন ঘটেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


