চাঁনমিয়া নেত্রকোনা জেলা শহরের নাগড়া এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন। তিনি কিশোরগঞ্জ থেকে দীর্ঘ বছর ধরে নেত্রকোনায় মাছ বাজারে ফলের ব্যবসা করে আসছিলেন। করোনা উপসর্গ নিয়ে গত শনিবার ময়মনসিংহে গেলে আজ সকালে তিনি মারা যান।
এদিকে, সকালে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পুলিশ লাইন্সের এক সদস্য নায়েক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
নেত্রকোনা পুলিশ সুপার আকবর আলী মুনসী জানান, গত ১০ জুন পুলিশ লাইন্সের সকলের নমুনা পরীক্ষায় কামরুলেরও নেগেটিভ আসে। পরবর্তীতে শনিবার ভোর রাতে বুকে ব্যথা অনুভূত হলে দ্রুত নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সকালে খবর পাই মারা গেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।