আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের আতঙ্কে রয়েছে চীনসহ পুরো বিশ্ব। চীনের বাইরে যে কয়টি দেশে এই ভাইরাস দ্রুত ছড়িয়েছে তাদের অন্যতম দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া সরকার বর্ণিত রহস্যময় একটি ধর্মীয় গোষ্ঠী করোনা ভাইরাস আক্রান্তের কেন্দ্রবিন্দু হিসেবে আবির্ভূত হয়েছে। এই ধর্মীয় গোষ্ঠীর এক নারীকে নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।
কারণ, এই নারীর কারণে শতাধিক লোক করোনায় আক্রান্ত হয়েছেন বলে মনে করা হচ্ছে। দেশটির সরকার এই গোষ্ঠীকে ‘বিশেষ ধর্মীয় গোষ্ঠী’ হিসেবে বিবেচনা করে থাকে। সরকারী পরিসংখ্যান অনুসারে এমনটাই বলা হয়েছে। ২০ শে ফেব্রুয়ারি পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় ১০৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৩৩ জনই শিনচাঁজি সম্প্রদায়ের সাথে জড়িত। এই সম্প্রদায়টি ‘চার্চ অফ জেসাস, সাক্ষ্যের মন্দিরের মন্দির’ নামেও পরিচিত।
এটি খ্রিস্টধর্মের একটি শাখা গোষ্ঠী। ১৯৮৪ সালে এমন এক ব্যক্তি গোষ্ঠীটি প্রতিষ্ঠা করেছিলেন যিনি নিজেকে যিশুখ্রিস্ট প্রেরিত একজন ভাববাদী বলে দাবি করেছিলেন। কথিত আছে যে, বিশ্বজুড়ে গোষ্ঠীটির ১২০,০০০ এরও বেশি অনুসারী রয়েছে। এই গোষ্ঠীর অনুগামীরা বিশ্বাস করে যে, তাদের ধর্মই খ্রিস্টধর্মের একমাত্র সত্য সংস্করণ।
শাস্ত্র অনুসারে শেষ বিচারের দিনে তারাই কেবল একমাত্র পরিত্রাণ লাভ করবে। ওই সম্প্রদায়ের অনুসারীদের আত্মীয়রা সংবাদমাধ্যমের খবরে দাবি করেছেন, পরিবারের সদস্যদের সাথে অনুসারীদেরকে যোগাযোগ করা থেকে বিরত রাখা হয়েছে। এক নারীর মাধ্যমে শিনচাঁজি সম্প্রদায়ের মধ্যে করোনা ভাইরাস (সিওভিআইডি -১৯ নামে পরিচিত) ছড়িয়ে পড়েছে বলে মনে করা হচ্ছে।
তাকে ‘পেসেন্ট জিরো’ বলে অভিহিত করা হচ্ছে। কারণ, দক্ষিণ কোরিয়ায় তিনিই প্রথম এই ভাইরাসে আক্রান্ত হন এবং তার মাধ্যমেই বেশ কয়েকজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে মনে করা হচ্ছে। অ্যাসোসিয়েটেড প্রেসের কাছে দেশটির কর্মকর্তারা বলেছেন, তিনি (নারী) ১১৬ জনের সংস্পর্শে এসেছিলেন। ওই ব্যক্তিদের পৃথকীকরণের (কোয়ারেন্টাইন)-এর জন্য বলা হয়েছে।
বিশ্বে করোনা ভাইরাস সংক্রমণের দিকে দিয়ে দক্ষিণ কোরিয়া এখন তৃতীয় অবস্থানে রয়েছে। বিশ্বজুড়ে এখন পর্যন্ত ৯০ সহস্রাধিক মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে। এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত প্রায় ৩২০০ জনেরও বেশি মানুষ মারা গেছে। শুধু চীনেই মারা গেছে প্রায় ২৯৪৩ জন। সূত্র : দ্য টাইম, ওয়াশিংটন পোস্ট
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।