স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাস থেকে সেরে উঠেছেন স্পেনের বিশ্বকাপজয়ী তারকা জাভি হার্নান্দেজ।
গত ২৫ জুলাই করোনা আক্রান্ত হওয়ার খবর জানান বার্সেলোনার সাবেক এই মিডফিল্ডার। বৃহস্পতিবার বার্সা কিংবদন্তি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনামুক্তির খবর দিয়েছেন।
কাতারের ক্লাব আল শাদের কোচ জাভি। এ মাসের শুরুতে কাতারের ক্লাবটির সঙ্গে এক বছর চুক্তির মেয়াদও বাড়ান তিনি। করোনার কারণে মার্চে স্থগিত হওয়া কাতার ফুটবল লিগ গত শুক্রবার ফের শুরু হয়েছে। শনিবার আল শাদ মাঠে নামার আগে করোনা আক্রান্ত হওয়ার খবর দিয়েছিলেন জাভি।
আর করোনামুক্তির খবর দিয়ে এদিন সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। ইন্সটাগ্রামে জাভি লিখেছেন, ‘অনেক অনেক ধন্যবাদ সবাইকে বার্তা পাঠানো এবং সাপোর্ট করার জন্য, যে কারণে আমি খুব অল্প দিনেই সেরে উঠেছি। আমি সেরে উঠেছি, পরিবারের সঙ্গে বাসায় ফিরেছি এবং দলের সঙ্গে কাজ শুরু করেছি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।