আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা সংক্রমণ বিস্তারের ঝুঁকি উপেক্ষা করেই শনিবার ওকলাহোমার টালসায় তার প্রথম নির্বাচনী সমাবেশ শুরু করতে যাচ্ছেন।
শুক্রবার ট্রাম্প টুইট করে বলেন, আমার প্রচারণা এখনও শুরু হয়নি। ওকলাহোমায় শনিবার রাতে এই প্রচারণা শুরু হবে।
নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে কনজারভেটিভ দলের পক্ষে ট্রাম্প এই প্রথম নির্বাচনী
সমাবেশ শুরু করতে যাচ্ছেন। কিন্তু করোনা পরিস্থিতির কারণে এই সমাবেশ নিয়ে বেশ বিতর্ক চলছে।
যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে এ পর্যন্ত এক লাখ ২০ হাজার লোকের প্রাণহানি হয়েছে।
করোনা সংক্রমণ দেশটির অর্থনৈতিক পরিস্থিতিকে ভঙ্গুর করে তুলেছে। আর এই অর্থনীতিই ছিল ট্রাম্পের
পুন:র্নির্বাচিত হওয়ার জোরালো অবস্থান। অথচ নির্বাচনের পাঁচমাস বাকী থাকতে জনমত জরিপগুলোয় ট্রাম্প তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট দলের জো বাইডেন থেকে পিছিয়ে রয়েছেন।
এ অবস্থায় ট্রাম্প ও তার সমর্থকরা আমেরিকাকে আবারো মহান বানানোর মন্ত্র নিয়ে নির্বাচনী প্রচারণায়
ঝাঁপিয়ে পড়তে চাইছেন এবং তারা আশা করছেন কয়েকটি গুরুত্বপূর্ণ রাজ্যে তারা বিপুল ভোট নিয়ে ঘুরে দাঁড়াতে পারবেন। তালসা তাদের জন্যে এমনই এক শক্তি দেখানোর স্থান।
কিন্তু মহামারি করোনা মোকাবেলা এবং বর্ণবাদ বিরোধী বিক্ষোভ নিয়ে গত কয়েক সপ্তাহের উত্তেজনাকর পরিস্থিতির কারণে স্থানীয়দের মাঝে অসন্তোষ থাকায় কাজটি সহজ হবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা।
এদিকে স্বাস্থ্য ঝুঁকির কারণে সমাবেশ বন্ধ চেয়ে যে মামলা করা হয়েছিল রাজ্য সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে রায় দিয়েছে।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কেলিহ ম্যাকএনি বলেন, তালসায় আমরা খুব নিরাপদভাবেই সমাবেশ করতে পারবো বলে আস্থাশীল।
স্থানীয়ভাবে ওকলাহোমায় সংক্রমণ বেড়েই চলেছে। এ প্রেক্ষাপটে তিনি বলেন, সমাবেশ আয়োজনকারীরা প্রত্যেককে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক সরবরাহ এবং তাপমাত্রা মেপে নেবে।
দেশটির সংক্রমণ রোগের শীর্ষ বিশেষজ্ঞ এন্থনি ফাউসি সিবিএস রেডিওকে বলেন, এটি খুবই স্পষ্ট যে ঝুঁকি থাকছেই।
এদিকে সমাবেশে অংশ নিতে ট্রাম্প সমর্থকদের অবশ্যই একটি দায়মুক্তিতে স্বাক্ষর করতে হচ্ছে যা আয়োজকদের যে কোন দায় দায়িত্ব থেকে রক্ষা করবে।
ডেমোক্রেটিক সিনেটর বার্নি স্যান্ডার্স অভিযোগ করে বলেন, ট্রাম্প কিছু উচ্ছ্বাসধ্বনি শোনার জন্যে ইচ্ছেকৃতভাবেই কোভিড -১৯ ছড়াতে চাচ্ছেন। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।