আন্তর্জাতিক ডেস্ক : সারাবিশ্বে বর্তমানে দ্রুত গতিতে ছড়াচ্ছে সংক্রামক মরণব্যাধি করোনাভাইরাস। যেহেতু এই রোগ ছোঁয়াচে তাই বর্তমানে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন ও শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে কাতার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা মন্ত্রণালয়ের এক জরুরী সিদ্ধান্তে সকল শিক্ষা প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
কাতার শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক জরুরী বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল ১০ মার্চ থেকে কাতারে সকল শিক্ষার্থীর জন্য সরকারী ও বেসরকারি স্কুল এবং বিশ্ববিদ্যালয়গুলিতে পড়াশোনা পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
এ বিষয়ে আরও জানানো হয়, শিক্ষার্থীদের সুরক্ষায় করোনাভাইরাস (কোভিড -১৯) সীমাবদ্ধ করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
কাতারের স্থানীয় সংবাদমাধ্যম দ্য পেনিনসুলা কাতারের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।