আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস আতঙ্কে গোটা বিশ্ব এখন কাঁপছে বলা যায়। এর উত্পত্তি যেখান থেকে, সেখানে স্বাভাবিকভাবেই ভীতি আরো বেশি; সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মানুষ ঘটাচ্ছে পাগলাটে সব কাণ্ড।
চীনা এক মহিলার কথাই ধরা যাক। দক্ষিণ-পশ্চিমের প্রদেশ সিচুয়ানের লুঝোর এক হাসপাতালে তিনি হাজির হয়েছিলেন ফোলানো এক জিরাফ পোশাক গায়ে চাপিয়ে। নিজেকে হি নামে পরিচয় করিয়ে দেওয়া ওই মহিলা নিজেই ভিডিওটা আপলোড করেন।
ভদ্রমহিলা জানান, বাবাকে ওয়েব ক্যামের মাধ্যমে চেক আপ করাতে ওই হাসপাতালে যেতে হয় তাঁকে। হাসপাতালে করোনায় আক্রান্ত অনেক রোগী থাকার কারণে প্রথমে একটা মাস্ক পরেন। কিন্তু পরে মনে হয়, মাস্কটা পুরনো হওয়ায় এটা মোটেই তাঁর নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। তখনই নিজেকে ঢুকিয়ে দেন অদ্ভুত ওই জিরাফ পোশাকের মধ্যে। যদিও ভিডিওতে হাসপাতালের ভেতর এটা পরে তাঁর হেঁটে বেড়ানোটা বেশ বেঢপই লেগেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



