
আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস প্রতিরোধে এবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সেনা মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছেন শহরটির গভর্নর অ্যান্ড্রু কুয়োমো । স্থানীয় সময় মঙ্গলবার তিনি এমনটি জানান।
এ বিষয়ে নিউ ইয়র্ক শহরের গভর্নর বলেন, কোয়ারেন্টাইনে(সঙ্গরোধ) থাকা মানুষদের খাদ্য পৌঁছে দিতে সেনাবাহিনীর সদস্যরা কাজ করবে। এছাড়া শহরের স্কুল পরিষ্কার করার কাজও সেনাবাহিনী করবে।
এছাড়া করোনাভাইরাসে আক্রান্তদের জন্য যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের উত্তরে একটি বিশেষ এলাকা চালু করার ঘোষণা দিয়েছেন । সেখানে করোনা আক্রান্ত রোগীদের কোয়ারেন্টাইন করে রাখা হবে।
যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮শ৪৯জন।গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইসের আবির্ভাব ঘটে। এরপর ১০০ টি’র বেশি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। বর্তমানে চীনে এই ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়লেও অন্যান্য দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে এই ভাইরাস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।