জুমবাংলা ডেস্ক : প্রাণঘাতি করোনাভাইরাস থেকে মুক্তি পেলেন ৩ হাজার ৪৯ জন পুলিশ সদস্য। এরইমধ্যে জনগণের সুরক্ষা নিশ্চিত করতে তারা অনেকেই আবার কাজেও যোগ দিয়েছেন।
সোমবার পুলিশ সদরদফতর জানায়, এখন পর্যন্ত দেশে মোট ছয় হাজার ৬১২ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। আর গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪০৬ জন সদস্যর করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত পুলিশের ১৯ সদস্য মারা গেছেন।
বাংলাদেশ পুলিশের তত্ত্বাবধানে পরিচালিত হাসপাতালগুলোর মানসম্মত চিকিৎসাসেবায় সুস্থতার হার দ্রুততার সঙ্গে বাড়ছে। এরইমধ্যে সহকর্মী হারানোর শোককে শক্তিতে পরিণত করে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ।
পুলিশ সদস্যদের মধ্যে করোনা সংক্রামণ ঝুঁকি কমাতে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদের নির্দেশে বিভিন্ন ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সঠিক সেবা ও শুশ্রূষা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ভাড়া করাসহ সব পুলিশ হাসপাতালে চিকিৎসার জন্য উন্নত চিকিৎসা সরঞ্জামাদির সংযোজন করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।