আন্তর্জাতিক ডেস্ক : ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনি ‘ডাবল’ নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার দেহে করোনা ভাইরাস পজেটিভ ধরা পড়েছে। ডাবল নিউমোনিয়াতে দুটি ফুসফুসকেই আক্রান্ত করে। এ অবস্থায় একজন মানুষ শ্বাস-প্রশ্বাস চালাতে ভীষণ জটিলতা বোধ করেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে অসংখ্য রোগিকে এই লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। সিলভিও বেরলুসকোনির বয়স এখন ৮৩ বছর। তার রয়েছে হার্টের সমস্যা ও অন্য বিভিন্ন রকম জটিলতা। করোনা ভাইরাস পজেটিভ ধরা পড়ার দু’দিন পরে বৃহস্পতিবার রাতে পূর্ব সতর্কতা হিসেবে তাকে রাজধানী মিলানের একটি হাসপাতালে ভর্তি করানো হয়।
শুক্রবার তার দল ফোরজা ইতালিয়া বলেছে, বেরলুসকোনির অবস্থা মারাত্মক নয়। রাষ্ট্রীয় টেলিভিশন আরএআই’কে লুসিয়া রোনজুলি বলেছেন, মিডিয়া মুঘল হিসেবে খ্যাত বেরলুসকোনি ভাল আছেন। সংক্রমণের কারণে পূর্ব সতর্কতা হিসেবে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি বৃহস্পতিবার দিবাগত রাত ভালভাবে পাড় করেছেন। পরে রাষ্ট্রীয় রেডিও থেকে জানানো হয় মিলানের সান রাফায়েলে হাসপাতালে ভর্তি করানো হয়েছে বেরলুসকোনিকে। তিনি যেসব প্রাইভেট ডাক্তারের চিকিৎসা নেন, তারা এখানেই দায়িত্ব পালন করেন। হাসপাতালের বাইরে থেকে স্কাই টিজি২৪ রিপোর্টে বলেছে, বেরলুসকোনির নিউমোনিয়া প্রাথমিক পর্যায়ে। তাকে অক্সিজেন দেয়া হয়েছে।
তাকে আইসিইউতে রাখা হয়নি বলে জানাচ্ছে ইতালির মিডিয়া। স্কাই টিজি ২৪ বলেছে, বেরলুসকোনিকে হাসপাতালে নেয়া হয়েছে প্রাইভেট কারে করে। তিনি হেঁটে হাসপাতালে প্রবেশ করেছেন। পৌঁছার পর পরই তার সিটি স্ক্যান করানো হয়েছে। বৃহস্পতিবার সমর্থকদের উদ্দেশে তিনি কথা বলেছেন। এ সময় তার কণ্ঠ ছিল জোরালো। তবে তা ছিল নাকে আটকে যাওয়া উচ্চারণ। তিনি জানিয়েছেন, তার আর জ্বর নেই। কোনো ব্যথাও নেই।
ইতালির মিডিয়া বলেছে, সম্প্রতি বেরলুসকোনির প্রাপ্ত বয়স্ক দুটি সন্তান করোনায় আক্রান্ত হন। তাদেরকে সেলফ আইসোলেশনে রাখা হয়েছে। এমারেল্ড কোস্টের সারডিনা সৈকতে অবস্থিত ভিলায় গ্রিষ্মের বেশির ভাগ সময় কাটিয়েছেন সিলভিও বেরলুসকোনি। এই সারডিনায় যারা সম্প্রতি অবকাশ যাপনে গিয়েছিলেন তাদের বেশির ভাগ করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে ওই স্থানকে করোনার ক্লাস্টার বা গুচ্ছ বলে মনে করা হয়।
উল্লেখ্য, যাপিত জীবানাচারের কারণে সিলভিও বেরলুসকোনিকে কেউ কেউ প্লেবয় হিসেবেও আখ্যায়িত করেন। কারণ, তিনি ক্ষমতায় থাকাকালে তার ব্যক্তিগত ভিলায় নারীদের ভাড়া করে নিয়ে পার্টি করতেন। সেইসব পার্টিতে যুবতীরা নগ্ন হয়ে ঘোরাফেরা করতেন। আর শারীরিক সম্পর্ক? সে তো বলাই বাহুল্য। এসব কাহিনীতে তখন পশ্চিমা মিডিয়া সয়লাব হয়ে যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।