আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা হাজারে হাজারে বাড়ছে। এ অবস্থায় দেশটিতে চলছে লকডাউন। সামাজিক দূরত্ব মেনে চলতে বলা হয়েছে। তবে করোনার এই দুঃসময়ে কয়েক সপ্তাহ আগে ভার্জিনিয়া চার্চের ধর্মযাজক বিশপ জেরাল্ড গ্লেন ‘গোয়ার্তুমি’ করে বলেছিলেন, করোনার চেয়ে ঈশ্বর শক্তিশালী। আর তিনি জেলে না যাওয়া পর্যন্ত চার্চে থাকতে চান। অবশেষে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
চার্চের বিশপ জেরাল্ড গ্লেন বলেছিলেন, আমি বিশ্বাস করি করোনাভাইরাসের চেয়ে ঈশ্বর বেশি শক্তিশালী। আপনারা এটি লিখে রাখতে পারেন। করোনায় আক্রান্ত হবো না আমি। নিজেকে অপরিহার্য ঘোষণা করে গির্জাকে উন্মুক্ত রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন গ্লেন। তখন তিনি বলেছিলেন, আমি একজন ধর্মপ্রচারক। আমি ঈশ্বরের সঙ্গে কথা বলি।
গত ১১ এপ্রিল ভার্জিনিয়া চার্চের পক্ষ থেকে ঘোষণা করা হয়, এক সপ্তাহ আগে করোনায় আক্রান্ত হয়ে গ্লেন মারা গেছেন।
চার্চটির পক্ষ থেকে আরো জানানো হয়, পাদ্রির স্ত্রীর শরীরের অবস্থাও ভালো নয়। তবে তিনি করোনায় আক্রান্ত কিনা সেই বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি।
ধর্মযাজকের মেয়ে মার গেরি ক্রোলি জানিয়েছেন, তার বাবা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি এই ভাইরাসটিকে গুরুতরভাবে নেওয়ার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন।
সূত্র: নিউইয়র্ক পোস্ট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।