Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস নিয়ে চীনের বিশাল সুখবর। দেশটিতে নতুন করে এই ভাইরাসে ১৬ জন মারা গেছে, যা গেল ১ মাসের মধ্যে সর্বনিম্ন। চীনের স্বাস্থ্য মন্ত্রাণালয় রবিবার এ তথ্য নিশ্চিত করেছে।
আক্রান্ত ১৭ জনের মধ্যে ৯ জন বাইরের দেশ থেকে এসেছে। বাকি ৭ জন স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছে। তবে আশার বিষয় হলো নতুন করে কোন মৃত্যু রেকর্ড করা হয়নি। এদিকে চলতি সপ্তাহে উহান শহরে নতুন করে ১ হাজার ২৯০ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। এতে করে নতুন মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৬৩২ জনে। করোনা আক্রান্ত হয়েছে ৮২ হাজার ৭৩৫ জন মানুষ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।