Advertisement
জুমবাংলা ডেস্ক : রংপুরে নিজে করোনা পজিটিভ হয়েও চার দিন ধরে রোগী দেখেছেন এক ডাক্তার। নগরীর চাউল আমোদ রোডের জাতীয় এক দৈনিকের রংপুর ব্যুরো অফিসসংলগ্ন ডা. আহসান হাবীব (এমবিবিএস) নামের ওই ডাক্তারের চেম্বার অবশেষে সিটি করপোরেশনের লোকজন এসে লকডাউন করেছে। আজ বৃহস্পতিবার দুপুরে ডাক্তারের চেম্বারটি লকডাউন করা হয়েছে। এর আগে ওই ডাক্তার চেম্বার ছেড়ে পালিয়ে যান।
স্থানীয় লোকজন জানান, গত চার দিনে যেসব রোগী ডা. আহসান হাবীবের সংস্পর্শে এসেছে তাদের খুঁজে বের করে স্বাস্থ্য পরীক্ষা করা দরকার। নাহলে ওই রোগীদের মাধ্যমে তাদের পরিবারে করোনা ছড়িয়ে পড়বে। তারা বলেন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সিভিল সার্জন ও সিটি করপোরেশন যৌথভাবে সময়মতো লকডাউন করলে ডাক্তারের চেম্বারে আসা অনেক রোগী হয়তো-বা করোনার হাত থেকে রক্ষা পেত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।