Advertisement
জুমবাংলা ডেস্ক : মহামারী করোনাভাইরাস শুরুর ৪৫ দিনে দেশে ও দেশের বাইরে সামগ্রিক পরিস্থিতি নিয়ে একটু তুলনামূলক চিত্র তুলে ধরেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শনাক্ত ও মৃত্যুর হার বিবেচনা করলে বাংলাদেশ ভালো অবস্থানে আছে বলেও দাবি করেন তিনি।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে তিনি এ তথ্য দেন।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, আক্রান্ত হওয়ার ৪৫ দিনের মাথায় বাংলাদেশে ৩ হাজার ৭৭২ জন। মৃত্যুবরণ করেছে ১২০ জন। ইতালিতে ৪৫ দিনে ১ লাখ ২৬ হাজার, মৃত্যুবরণ করেছে প্রায় ১১ হাজার। স্পেনে আক্রান্ত হয়েছিল ১ লাখ, মৃত্যুবরণ করেছে ১০ হাজার। আমেরিকায় আক্রান্ত হয়েছিল ১ লাখ বিশ হাজার, মৃত্যুবরণ করেছে ২৪ হাজার।
তিনি আরও বলেন, এই তুলনা করলে ৪৫ দিনে বাংলাদেশের অবস্থান অনেক ভালো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



