আন্তর্জাতিক ডেস্ক : করোনা পরীক্ষায় এবার যুক্ত হলো নতুন এন্টিজেন টেস্ট। সোফিয়া এসএআরএস অ্যান্টিজেন এফআইএ (Quidel Corp. for the Sofia SARS Antigen FIA) এর জন্য কুইডেল কর্পোরেশনকে শুক্রবার এ অনুমোদন দিয়েছে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন (FDA)।
অ্যান্টিজেন টেস্ট হচ্ছে করোনা ভাইরাস নির্ণয়ের জন্য একটি নতুন কিন্তু দ্রুততর পরীক্ষা পদ্ধতি এবং এর মাধ্যমে মানুষের নাক থেকে নমুনা নিয়ে সে নমুনায় ভাইরাসের দেহে অবস্থিত যে প্রোটিন সে প্রোটিনকে সনাক্ত করে থাকে।
হার্ভার্ড গ্লোবাল হেলথ ইন্সটিটিউটের পরিচালক ডা. আশীশ ঝা বলেছেন, ‘অ্যান্টিজেন টেস্টিংয়ের বিষয়ে আমি খুব আগ্রহী। কারণ এটার মাধ্যমে লক্ষ লক্ষ পরীক্ষা একদিনে করা যাবে।’
প্রাক্তন এফডিএ কমিশনার স্কট গটলিব সিবিএসের ‘ফেস দ্য নেশন’কে রবিবার ব্যাখ্যা করছিলেন এ সম্পর্কে। তিনি বলছিলেন, এটা খুব দ্রুত একটা পরীক্ষা যা ডাক্তারের অফিসেও ব্যবহার করা যেতে পারে।’ তিনি আরো বলেছেন, ‘এখন প্রায় ৪০,০০০ টি এই সোফিয়া মেশিন ডাক্তারদের অফিসে ইতোমধ্যে ইনস্টল করা আছে। যেখানে স্ট্রেপটোকক্কাস ও ফ্লু পরীক্ষা করার জন্য এগুলো ব্যবহার করা হচ্ছে।
এখন বিশ্বব্যাপী পিসিআর এবং এন্টিবডি টেস্টের মাধ্যমে করোনার পরীক্ষা করা হচ্ছে। এন্টিবডি টেস্টের মাধ্যমে কোন ব্যক্তির রক্ত পরীক্ষার মাধ্যমে তিনি পূর্বে করোনায় আক্রান্ত হয়েছেন কিনা তা পরীক্ষা করা যায়। আর পিসিআর এর মাধ্যমে সদ্য আক্রান্ত ব্যক্তির নাকের ভেতর থেকে নমুনা নিয়ে পরীক্ষা হয়ে থাকে।
এন্টিজেন টেস্টের মাধ্যমে সদ্য আক্রান্ত ব্যক্তির নাকের নমুনা নিয়ে পরীক্ষা করা হয়ে থাকে। তবে, এখানে ‘ফলস নেগেটিভ’ হতে পারে। সেক্ষেত্রে এ নমুনার আবার পিসিআর পরীক্ষা করে নিশ্চিত হতে হবে যে আসলেই এটা নেগেটিভ কিনা। তবে, এন্টিবডি টেস্টে কোন ব্যক্তি পজেটিভ হলে নিশ্চিতভাবে তিনি যে করোনায় আক্রান্ত হয়েছেন তা নিশ্চিত করেই বলা যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।