স্পোর্টস ডেস্ক: করোনার সঙ্কটময় সময়ে মানুষের পাশে দাঁড়াতে ৬০০ পরিবারকে খাদ্য সহায়তা দিচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক পেসার সৈয়দ রাসেল।
করোনাভাইরাসের কারণে সব জায়গায় স্থবিরতা নেমে এসেছে। বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল-কলেজ, অফিস-আদালত। রাস্তা-ঘাটে যানবাহন নেই বললেই চলে। পুরো দেশেই লকডাউন অবস্থা। সবাই নিজেকে ঘরবন্দী করে রেখেছেন। এমন সময়ে মানুষের পাশে দাঁড়াতে পরিবার থেকে দূরে থাকছেন ক্রিকেটার সৈয়দ রাসেল।
৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের এক সময়ের নিয়মিত এই সদস্য। আরও ১০০ পরিবারকে খাদ্য সহায়তা দেওয়ার প্রস্ততিও প্রায় শেষ পর্যায়ে। এসব সহায়তা করার সময় মানুষের সাথে মিশতে হচ্ছে বলে নিজেই পরিবার থেকে দূরে গিয়ে থাকছেন সৈয়দ রাসেল।
বাংলাদেশের হয়ে ৬ টেস্ট ও ৫২টি ওয়ানডে খেলা রাসেল বলেন, আমার ফার্ম আছে, আমি এখানে ১৬-১৭ দিন সেলফ কোয়ারেন্টিনে আছি। আমি বাসাতেই যাচ্ছি না। বাসার কাউকে বাইরে যেতে দিচ্ছি না। আমি বাইরে থাকায় পরিমাণে কম হলেও লোকজনের সাথে মেশা হচ্ছে। এই কারণে আমি পরিবার থেকে দূরে আছি।
প্রথম দফায় ৫০০ পরিবারের কাছে খাদ্য পৌঁছে দিয়েছেন রাসেল। প্রতিটি প্যাকেটে চার কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি আটা ও হাফ কেজি করে ডাল দিয়েছেন তিনি। পরের ধাপে হ্যান্ড স্যানিটাইজারও রাখবেন। রাসেল বলেছেন, আমি খুব বেশি কিছু দেইনি। চার কেজি চাল, এক কেজি আটা, দুই কেজি আলু, হাফ কেজি ডাল দিয়েছি প্রতিটি প্যাকেটে। আজ কিছু হ্যান্ড স্যানিটাইজার দিয়েছে এক ছোট ভাই। এটা প্যাকেটে দিয়ে দিব।
৫০০ পরিবারকে সহায়তা দেওয়ার পর দায়িত্ব বেড়ে গেছে রাসেলের। অনেক জায়গা থেকেই সাহায্যের আবেদন আসছে। তাই নতুন করে আরও ১০০ পরিবারকে খাদ্য সহায়তা দিচ্ছেন তিনি, ৫০০ জনকে দেওয়া শেষ করেছি। আজও কিছু কেনাকাটা করলাম। অনেক ফোন আসছে, কেউ বাসার সামনে সাহায্যের জন্য যাচ্ছে। অনেকে লোকজনের মাধ্যমে সাহায্য চাচ্ছে। তাদের জন্য আরও কিছু প্রস্তুত করছি। আরও ১০০ জনকে দেয়া যায় কিনা, সেটার চেষ্টা করছি।
সরকারি অনুদান ভালোভাবে বিতরণ করলে আরও অনেকের কাছেই সাহায্য পৌঁছাত বলে মনে করেন রাসেল। তিনি বলেন, ৫০০ জন মানুষকে সাহায্য করব বলে ঠিক করেছিলাম। কিন্তু ৫০০ তে হচ্ছে না। এখন আরও বেশি লাগবে। আমার সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করেছি। সরকারিভাবে সাহায্য করছে। অনেকে পাচ্ছে আবার অনেকে পাচ্ছে না। আরও ঠিকভাবে এটা বিতরণ করা উচিত। আমার এদিকে যারা দায়িত্বে, তাদের সাথে সেভাবে যোগাযোগ করতে পারিনি। এরপর নিজেই চেষ্টা করলাম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।