জুমবাংলা ডেস্ক : কভিড ১৯ অর্থাৎ করোনা ভাইরাস মোকাবেলায় তিনটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ভাইরাসটি এখন পর্যন্ত ৬০টি দেশে ছড়িয়ে পড়েছে। এটা যে বাংলাদেশে আসবে না তা নিশ্চিত করে বলা যায় না। তাই সরকারের পক্ষ থেকে এ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (৩ মার্চ) বিকাল সাড়ে ৩টায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে করোনাভাইরাস ও ডেঙ্গু বিষয়ে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। এর আগে বেলা ২টায় এবিষয়ে একটি আন্তঃমন্ত্রণালয় জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্বের ৬০টি দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। তাই প্রয়োজন ছাড়া দেশের বাইরে যাওয়া-আসা না করলে ভালো হয়। কারণ সারা বিশ্বে করোনাভাইরাসের কারণে অনেক অনুষ্ঠান বাদ দেওয়া হয়েছে।
তিনি বলেন, অনেক সন্দেহজনক রোগীকে চিকিৎসা ও স্ক্রিনিং করা হয়েছে। দেশের সকল বন্দরে ২৪ ঘণ্টা স্ক্রিনিং চলছে। এ পর্যন্ত ৪ লাখ ১৮ হাজার লোককে স্ক্রিনিং করা হয়েছে। আমরা প্রায় ১০০ রোগীকে পরীক্ষা নিরীক্ষা করেছি। আশপাশের দেশে করোনাভাইরাস এসে পড়েছে। বাংলাদেশে যে আসবে না তা নিশ্চিত করে বলা যায় না। আমরা তিনটি কমিটি করেছি। বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা সেখানে আছেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা নির্দেশ দিয়েছি যে দেশ থেকেই আসুক না কেনো, তারা যেখানেই থাকবে সেলফ কোয়ারেন্টাইনে থাকবে। এ পরামর্শ তাদের দেওয়া হয়েছে। প্রতিটি জেলা আইসোলেশন ওয়ার্ড করেছি। ভবনের টপ ফ্লোরে সেই ওয়ার্ড করা হয়েছে। রোগী বেশি হয়ে গেলে কমিউনিটি সেন্টারসহ বিভিন্ন ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিটি জেলা হাসপাতালে দুইটি করে আইসিইউ যাতে থাকে সেই বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel