জুমবাংলা ডেস্ক: বাংলাদেশ সেনাবাহিনী এবং বিমান বাহিনীর পর এবার করোনা যুদ্ধে লড়াই করতে ব্যবহার করতে প্রস্তুত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) হেলিকপ্টারও।
Advertisement
র্যাবের অনলাইন মিডিয়া সেলের ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য জানিয়ে বুধবার রাতে একটি পোস্ট করা হয়। সেখানে বলা হয়, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) একটি হেলিকপ্টার প্রস্তুত করেছে যা করোনা রোগীদের সংকটপূর্ণ অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহৃত হবে।
র্যাবের এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে সময় টিভিতে প্রচারিত এক প্রতিবেদনে বলা হয়, র্যাবের এই হেলিকপ্টারে একসাথে দুইজন করোনা রোগী ও দুইজন এ্যাটেনডেন্ট পরিবহন করতে পারবে। পাইলট থাকবে একজন। রোগীর সাথে কোনও সমস্যা না হয় সেজন্য এতে থাকবে পোর্টেবল ভেন্টিলেটর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।