জুমবাংলা ডেস্ক: করোনা সংক্রমণ রোধে রাঙ্গামাটিতে কঠোরভাবে লকডাউন পালিত হচ্ছে।
বৃহস্পতিবার সকাল ৬টা থেকে রাঙ্গামাটিতে সকল দোকানপাঠ ও শপিং মল বন্ধ রয়েছে। তবে মুদিদোকান, কাঁচা বাজার সহ ওষুধের দোকান খোলা রয়েছে। রিকশাবিহীন রাঙ্গামাটি শহরে অটোরিকশা বন্ধ থাকায় কার্যত সরকারের বিধি নিষেধ সফলভাবে পালিত হচ্ছে।
রাঙ্গামাটি জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান জানান, সরকারী নির্দেশনা অনুযায়ী লকডাউন পালন নিশ্চিত করতে রাঙ্গামাটি শহরের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং রাঙ্গামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বেশ কয়েকটি মোবাইল টিম রাঙ্গামাটি শহরের বিভিন্ন পয়েন্টে কাজ করছে।
রাঙ্গামাটি জেলা প্রশাসনের সাথে সেনাবাহিনী-বিজিবি-পুলিশ-র্যাব ও আনসার বাহিনীর সদস্যরা লকডাউন পালন নিশ্চিত করতে সহযোগিতা করছে।
পাশাপাশি জনসাধারণকে সচেতন করতে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে শহরের বিভিন্ন এলাকায় মাইকিং করে লকডাউন পালন করার জন্য অনুরোধ করা হচ্ছে।-বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।