
জুমবাংলা ডেস্ক : শেরপুরে ২ জন ডাক্তার ও পুলিশের এক ওসিসহ নতুন করে ৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ১৫ জন করোনা রোগী শনাক্ত হলেন।
ডাক্তার আক্রান্ত হওয়ার ঘটনায় জেলার ৫৭ ডাক্তার ও স্বাস্থ্যকর্মী কোয়ারিন্টেনে গেছেন। বন্ধ করে দেওয়া হয়েছে জেলার সব হাসপাতাল।
জানা গেছে, শেরপুর জেলারর নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২ মেডিকেল অফিসার, ঝিনাইগাতী থানার ওসি, জেলা সদর হাসপাতালের অ্যাম্বুলেন্সের ড্রাইভার,সিভিল সার্জন অফিসের অফিস সহায়ক ও নারায়ণগঞ্জ থেকে আসা এক পোশাককর্মী নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন শনাক্তদের সবাইকে আইসোলেশন ইউনিটে আনা হয়েছে।
ঝিনাইগাতী থানার ওসিকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।তার সঙ্গে দায়িত্ব পালনরত সবাইকে পাঠানো হয়েছে হোম কোয়ারেন্টাইনে।
জেলা সিভিল সার্জন ডা. একেএম আনোয়ারুর রউফ এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবারের রিপোর্টে ৬জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। তাদের সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



