Advertisement
সুনামগঞ্জের ছাতকে করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে আসা জসিম উদ্দিন নামের ঢাকাফেরত এক রোগীকে রেখে পালিয়ে গেছে তার স্বজনরা। সে উপজেলার আমেরতল গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে ছাতক হাসপাতালে এ ঘটনা ঘটে।
জানা যায়, গত ২৫ মার্চ ঢাকার কেরানীগঞ্জ থেকে ছাতকে আসে সে। তারপর গত এক সাপ্তাহ ধরে জ্বর, সর্দি কাশি, শ্বাসকষ্ট নিয়ে একই উপজেলার জয়নগর তার আত্মীয়ের বাড়িতে আত্মগোপন করে। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি ঘটলে বৃহস্পতিবার রাতে তাকে ছাতক হাসপাতালে নিয়ে আসেন তারা।
কর্তব্যরত ডাক্তার তার কোভিড-১৯ পরীক্ষার জন্য প্রস্তুতি নিলে হাসপাতালে হুলুস্থুল শুরু হয়। পালিয়ে যায় হাসপাতালে নিয়ে আসা তার স্বজনরা।
তার শারিরীক অবস্থা খারাপ হওয়ায় তাকে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ছাতক উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম কবির।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।