Advertisement
জুমবাংলা ডেস্ক : দেশে এখন পর্যন্ত ঢাকা ও এর আশপাশের জেলাগুলোতেই করোনা আক্রান্তের সংখ্যা বেশি। রাজধানীতে ১০হাজার ৮৭৮ এরপর দ্বিতীয় সর্বোচ্চ ১৫শ’ ০৮ জন শনাক্ত নারায়ণগঞ্জে।
এছাড়া, গাজীপুরে শনাক্ত ৫৩৫ জন। এছাড়া মুন্সিগঞ্জে ৩৮৩, কিশোরগঞ্জে ২০৭ ও নরসিংদীতে ১৭৪ জন। পুরো চট্টগ্রাম বিভাগে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৬৫ জন। বিভাগটিতে চট্টগ্রাম জেলায় সর্বোচ্চ ৯৪০ জন শনাক্ত হয়েছে। এছাড়া কুমিল্লায় ৩৭১ ও কক্সবাজারে ১৯৯ জন।
ময়মনসিংহ বিভাগে মোট শনাক্ত ৬৬৯; এর মধ্যে ময়মনসিংহ জেলাতেই ৩৪০ জন। রংপুরে বিভাগে শনাক্তের সংখ্যা মোট ৫৬৪; এরমধ্যে শুধু রংপুর জেলাতেই শনাক্ত ২৮৬ জন।
খুলনা বিভাগে শনাক্তের সংখ্যা ৩৯৩। এ বিভাগে সবচেয়ে বেশি ১০৯ জন আক্রান্ত যশোরে। সিলেট বিভাগে শনাক্ত ২৪৫, এরমধ্যে হবিগঞ্জেই ১১২ জন। দক্ষিণের বিভাগ বরিশালে শনাক্ত হয়েছে ১৬২ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।