Advertisement
জুমবাংলা ডেস্ক : এখন পর্যন্ত ঢাকা ও এর আশপাশের জেলাগুলোতেই করোনা আক্রান্তের সংখ্যা বেশি। ঢাকাতে এ পর্যন্ত করোনা রোগী পাওয়া গেছে ৮৮৪৫ জন।
রাজধানীর পর দ্বিতীয় সর্বোচ্চ ১৩’শ ৯১ জন শনাক্ত নারায়ণগঞ্জে।
এছাড়া, গাজীপুরে শনাক্ত ৪৯০। এছাড়া মুন্সিগঞ্জে ২৯৭, কিশোরগঞ্জে ২০৬ ও নরসিংদীতে ১৭৩ জন। পুরো চট্টগ্রাম বিভাগে আক্রান্তের সংখ্যা ১৩’শ ৩৩। বিভাগটিতে চট্টগ্রাম জেলায় সর্বোচ্চ ৫৫৩ জন শনাক্ত হয়েছে।
এছাড়া কুমিল্লায় ২৫৯ ও কক্সবাজারে ১৩৯ জন। ময়মনসিংহ বিভাগে মোট শনাক্ত ৫১৯; এর মধ্যে ময়মনসিংহ জেলাতেই ২৭৬ জন। রংপুরে বিভাগে শনাক্তের সংখ্যা মোট ৩৮২ ; এর মধ্যে শুধু রংপুর জেলাতেই শনাক্ত ১৭৩ জন।
খুলনা বিভাগে শনাক্তের সংখ্যা ২৭৪। এ বিভাগে সবচেয়ে বেশি ৮৯ জন আক্রান্ত যশোরে। সিলেট বিভাগে শনাক্ত ২১৯, এরমধ্যে হবিগঞ্জেই ১০০ জন। দক্ষিণের বিভাগ বরিশালে শনাক্ত হয়েছে ১৫৮ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।