জুমবাংলা ডেস্ক : সাভারের হেমায়েতপুরের শ্যামপুর এলাকায় দীপ্ত অ্যাপারেলস লিমিটেড ও ভাড়ারিয়া এলাকার ডার্ড গার্মেন্টস লিমিটেড নামের দুটি কারখানা করোনাভাইরাস আতঙ্কে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
রবিবার সন্ধ্যায় কারখানার মূল ফটকে নোটিশ ঝুলিয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এই দুটি কারখানায় প্রায় ৮ হাজার পোশাক শ্রমিক কাজ করেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
নোটিশে বলা হয়, দেশে করোনাভাইরাস (কোভিড-১৯)-এর প্রকোপের কারণে কারখানায় কর্মরত শ্রমিক/কর্মচারীদের স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে সোমবার থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত কারখানা বন্ধ থাকবে। উক্ত বন্ধের সময় সবাইকে প্রয়োজনীয় সুরক্ষা বিধি মেনে চলার কথা বলা হয়েছে। পরবর্তীকালে করোনাভাইরাস নিয়ে সৃষ্ট পরিস্থিতির উন্নতি হলে কারখানা খোলার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
শিল্প পুলিশ-১-এর পরিদর্শক মাহমুদুর রহমান বলেন, করোনাভাইরাস সংক্রমণ আতঙ্কে হেমায়েতপুর এলাকার দুটি কারখানার সামনে নোটিশের মাধ্যমে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শ্রমিকদের পাওনাদি পরিশোধের ব্যাপারে মালিকপক্ষের বরাত দিয়ে তিনি বলেন, পরবর্তীকালে সরকারি নির্দেশনা অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন মালিকপক্ষ। এ ছাড়া কারখানা বন্ধ থাকাকালে সব শ্রমিককে চলিত মাসের বেতন পরিশোধ করা হবে বলে জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



