
জুমবাংলা ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত প্রথম আলোর বিশেষ বার্তা সম্পাদক শওকত হোসেন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। তিনি রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
শনিবার (২ মে) দুপুরে হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেয়ার পর তিনি বাসায় ফেরেন বলে প্রথম আলো অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে।
এদিন শওকত হোসেনসহ আরো সাতজন করোনা রোগীকে মুগদা হাসপাতাল থেকে আজ ছাড়পত্র দেয়া হয়েছ।
গত ২০ এপ্রিল পরীক্ষায় করোনাভাইরাস ধরা পড়ার পর সাংবাদিক শওকত হোসেন হাসপাতালে ভর্তি হন। আজ বেলা সাড়ে ১২টায় মুগদা জেনারেল হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা হাততালির মাধ্যমে আটজনকে বিদায় জানান।
মুগদা জেনারেল হাসপাতালের চিকিৎসক রুবিনা ইয়াসমীন জানান, আজ ছাড়া পাওয়া আটজনের মধ্যে এ হাসপাতালের একজন চিকিৎসকও রয়েছেন। হাসপাতালটিতে থেকে এ পর্যন্ত মোট ১৩ জন সুস্থ হয়ে ফিরেছেন। এখন ভর্তি আছেন ৩০০ জন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মোট ৪ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।