জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড় উঠান এলাকায় সেপটিক ট্যাংকে পড়ে মো. আকিব নামের ১৩ মাস বয়সী একটি শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার বড় উঠান ৯ নম্বর ওয়ার্ড পশ্চিম ডাকপাড়া গ্রামের পাঠানবাড়িতে এ ঘটনা ঘটে।
শিশু আকিব ডাকপাড়া এলাকার পাঠানবাড়ির সিএনজি চালক শাহরিয়ার রুবেলের ছেলে।
এবার অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ৩
সকালের দিকে শিশুটি সবার অগোচরে ঘরের পাশের একটি নির্মাণাধীণ সেপটিক ট্যাংকে পড়ে যায়। পরে তার পরিবারের সদস্যরা দীর্ঘক্ষণ না দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তারা সেপটিক ট্যাংকের ভেতর থেকে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
সূত্র : আরটিভি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।