জুমবাংলা ডেস্ক : চট্টগ্রাম বন্দর সীমানায় কর্ণফুলী নদীতে তেলবাহী জাহাজের সঙ্গে ধাক্কা লেগে একটি পণ্যবোঝাই লাইটারেজ জাহাজ ডুবে গেছে।লাইটারেজ জাহাজে থাকা নাবিকরা নিরাপদে অন্য জাহাজে উঠে প্রাণে রক্ষা পেয়েছেন। সোমবার (২১ জুন) সন্ধ্যায় কর্ণফুলী নদীর মাঝিরঘাটে এ দুর্ঘটনা ঘটেছে।
নৌপুলিশের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। নগরীর মাঝিরঘাটের পাশে ‘ওটি মিক হৃদয়–১’ নামের তেলবাহী একটি জাহাজ নোঙ্গর করা ছিল। পণ্যবাহী লাইটার জাহাজ ‘এমভি রুহুল আমিন খান’ মাঝিরঘাটে ভেড়ানোর সময় ওই জাহাজের সঙ্গে ধাক্কা লাগে।
ধাক্কা দেওয়ার পর ‘রুহুল আমিন খান’ জাহাজটি ধীরে ধীরে ডুবে যায়। এসময় আশপাশের নৌযান গিয়ে নাবিকদের উদ্ধার করে। দুর্ঘটনায় তেলবাহী জাহাজটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনাস্থলে নৌপুলিশের তৎপরতা আছে। দুর্ঘটনাকবলিত জাহাজের আশপাশ দিয়ে জাহাজ চলাচলে সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে নৌ পুলিশ। চট্টগ্রাম বন্দরসচিব মো. ওমর ফারুক সংবাদ মাধ্যমকে জানান, দুর্ঘটনা কবলিত জাহাজটি উদ্ধারে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।