জুমবাংলা ডেস্ক: কর্তৃপক্ষের আশ্বাসে সোমবার পাঁচ দফা দাবিতে চলমান আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। খবর ইউএনবি’র।
আবু নোমান নামে ঢাকা কলেজের এক শিক্ষার্থী বলেন, ‘আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সাক্ষাৎ করেছি। তিনি আমাদের দাবিগুলো যত শিগগির সম্ভব মেনে নেয়ার ব্যাপারে আশ্বস্ত করেছেন।’
এর আগে পাঁচ দফা দাবিতে প্রায় ৮০-১০০ জন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে মানববন্ধন করেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে সেখান থেকে শিক্ষার্থীদের সাতজন প্রতিনিধি উপাচার্যের সাথে সাক্ষাৎ করতে যান।
শিক্ষার্থীদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে- একসাথে পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে ত্রুটিমুক্ত ফল প্রকাশসহ একই বর্ষের সব বিভাগের ফল একত্রে প্রকাশ, গণহারে অকৃতকার্য হওয়ার কারণ প্রকাশসহ খাতা পুনঃমূল্যায়ন, সাত কলেজ পরিচালনার জন্য স্বতন্ত্র প্রশাসনিক ভবন নির্মাণ, সিলেবাস অনুযায়ী মান সম্মত প্রশ্নপত্র প্রণয়নসহ উত্তরপত্র মূল্যায়ন সম্পূর্ণ সাত কলেজের শিক্ষক দ্বারা করতে হবে এবং সেশনজট নিরসনে অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশসহ ক্রাশ প্রোগ্রাম চালু।
ঢাবি অধিভুক্ত ওই সাত কলেজ হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।