কর্মস্থলে ভুল হলে কী করবেন? যেভাবে সামলাবেন কঠিন পরিস্থিতি

কর্মস্থলে ভুল হলে কী করবেন? যেভাবে সামলাবেন কঠিন পরিস্থিতি

লাইফস্টাইল ডেস্ক : কর্মস্থলে একেবারে নির্ভুল থাকা বলতে গেলে অসম্ভব। কাজ করলে খুঁটিনাটি ভুল হতেই পারে। তবে কখনো কখনো ভুল খুব বড় হয়ে গেলে ঝামেলায় পড়তে হয়। এমনকি চাকরি নিয়েও টানাটানি হতে পারে। তাই কিছু বিষয়ে সচেতন থাকার পাশাপাশি কাজে ভুল হওয়ার পর কীভাবে সামাল দেবেন, তার ওপরও গুরুত্ব দেওয়া প্রয়োজন। চলুন যেনে নেওয়া যাক অফিসের কাজে ভুল হলে কী কী করা যেতে পারে।

কর্মস্থলে ভুল হলে কী করবেন? যেভাবে সামলাবেন কঠিন পরিস্থিতি

দায় নিতে হবে 
অনেকে ভুল করলে দায় নিতে চান না। কিন্তু নিজের ভুল স্বীকার করে নেওয়া দোষের কিছু না। কাজে ভুল হলে বসের সামনে সরাসরি বলে দিন, আপনার ভুল হয়েছে। কোনো অজুহাত না দিয়ে ভুলের বিষয়টি অকপটে স্বীকার করে ক্ষমা চেয়ে নেওয়া উত্তম।

ভুল শোধরানোর উপায় ঠিক করুন
ভুলটি শোধরানোর উপায় খুঁজুন। আপনার ভুলের কারণে প্রতিষ্ঠান কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারে। সেই ক্ষতি পুষিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। শুরুতেই নিজে একটি কর্মপরিকল্পনা ঠিক করুন। এ ক্ষেত্রে বস ও সহকর্মীদের পরামর্শ নিতে পারেন। যদি আংশিকও সফল হন, তবে সেটি আপনার সাফল্য।

ভুল এড়াতে চেষ্টা করুন 
ভবিষ্যতে যেন কাজে আর এমন ভুল না হয় সে বিষয়টি নিশ্চিত করুন। এ জন্য কী করতে চাইছেন, তা ঊর্ধ্বতনদের জানান। এতে করে কর্তৃপক্ষের কাছে আপনার ভাবমূর্তি ইতিবাচক হয়ে উঠবে। একই সঙ্গে আপনার দক্ষতাও বাড়বে।

নিজের যত্ন নিন 
শরীরের সুস্থতার সঙ্গে কর্মদক্ষতা নির্ভর করে। শরীর সুস্থ না থাকলে কাজেও মন বসবে না। ফলে কাজে ভুল হবে। তাই ঠিকমতো ঘুম, পুষ্টিকর খাবার খাওয়া, নিয়মিত ব্যায়াম করার মতো বিষয়ের প্রতি খেয়াল রাখুন। মন প্রফুল্ল রাখার চেষ্টা করুন। এভাবে শরীর ও মন সুস্থ রাখতে পারলে কাজে ভুলের পরিমাণ কমে আসবে।

আবেগ নিয়ন্ত্রণ করুন 
যথাযথ পরিশ্রম ও মনোযোগের পরও অনেক সময় অফিসের কাজে ভুল হতে পারে। আর ভুলের পর মানসিক চাপ বা যাতনা হতেই পারে। কাজে ভুল হলে হতাশা আসবে কিংবা লজ্জাবোধ হবে এটা স্বাভাবিক। তবে এই অনুতাপ বেশিক্ষণ করা যাবে না। নেতিবাচক ভাবনা মন থেকে বের করে দিন। আবেগ নিয়ন্ত্রণের চেষ্টা করুন এবং ইতিবাচকভাবে পরিস্থিতি সামাল দিন।

কর্মস্থলে ভুল এড়াবেন যেভাবে
প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। তাই কর্মস্থলে ভুল এড়ানোর চেষ্টায় বেশি গুরুত্ব দিন। কিছু বিষয় অনুসরণ করলে অফিসের কাজে কম ভুল হবে।

* গুরুত্বপূর্ণ কাজ শেষ করার আগে যাচাই করুন। কাজ শেষ করার পর পড়ার অভ্যাস করুন।

* কাজ করতে করতে ব্যক্তিগত আলাপ বা সহকর্মীর সঙ্গে গল্প করার অভ্যাস এড়িয়ে চলুন।

* তাড়াহুড়ো করবেন না। অনেক সময় তাড়াহুড়ো থেকে বড় ভুল হতে পারে।

* কাজের সময় প্রয়োজনে মোবাইল ফোন বন্ধ রাখুন। অন্য সহকর্মীদের অনুরোধ করুন যাতে উচ্চস্বরে কথা না বলেন।

* অফিস থেকে চলে যাওয়ার আগে প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে রাখুন। পরবর্তীতে যাতে ভুল না হয়ে যায়।

* ভালো অভ্যাস গড়ে তোলার কৌশল ও পরিকল্পনা করুন। ভালো অভ্যাসের তালিকা করুন। প্রতিদিন এই অভ্যাসগুলো চর্চা করুন। এই চর্চা একসময় অভ্যাসে পরিণত হয়ে যাবে। চাইলেও আর তেমন ভুল হবে না।

তথ্যসূত্র: হার্ভার্ড বিজনেস রিভিউ, দ্য মুজ, রিডার্স ডাইজেস্ট