জুমবাংলা ডেস্ক: করোনার সংক্রমণ রোধে সরকারের দেওয়া লকডাউন কর্মসূচিতে কর্মহীন হয়ে পড়া মানুষের জন্য ত্রাণ বিতরণ, বিনামূল্যে চিকিৎসা সেবা, অসামরিক সদস্যদের কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানসহ বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ বিমান বাহিনী।
আজ (২৯ এপ্রিল) বিমান বাহিনী ঘাঁটি শেখ হাসিনা, কক্সবাজার কর্তৃক ঘাঁটির পাশ্ববর্তী এলাকায় বসবাসরত ৫০০ দুস্থ ও দরিদ্র পরিবারের মাঝে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় বিমান বাহিনী ঘাঁটি শেখ হাসিনা, কক্সবাজারের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ শাফকাত আলী উপস্থিত ছিলেন।
এছাড়াও, বিমান বাহিনী ঘাঁটি বাশার এর উদ্যোগে ঘাঁটির নিকটস্থ জাহাঙ্গীর গেট, মহাখালী, মিরপুর-১৪, শাহীনবাগ এবং বিজয় সরণি এলাকায় নিম্ন আয়ের দুস্থ ও দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
গত ২৮ এপ্রিল বাংলাদেশ বিমান বাহিনীর মৌলভীবাজার র্যাডার ইউনিট এ কর্মরত কর্মকর্তা ও বিমানসেনাদের ব্যক্তিগত উদ্যোগে ও নিজ তহবিল হতে পার্শ্ববর্তী এলাকার নিম্ন আয়ের দুস্থ ও দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে কোভিড-১৯ মহামারী চলাকালীন সময়ে মানবিক দায়িত্ববোধের অংশ হিসেবে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের দিক নির্দেশনায় বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি কর্তৃক এই কার্যক্রম পরিচালনা করছে।
বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক করোনাকালীন সময়ে অসামরিক জনগণকে মানবিক সহায়তার পাশাপাশি স্বাস্থ্যসেবা প্রদানের জন্য বিভিন্ন ঘাঁটিতে কোভিড-১৯ এর প্রাথমিক উপসর্গ নির্ণয় ও পরামর্শ কেন্দ্র এবং বিশেষ মেডিকেল ক্যাম্প স্থাপনের মাধ্যমে বিনামূল্যে ঔষধ ও চিকিৎসাসেবা প্রদান অব্যাহত রয়েছে। জাতীয় যেকোন ধরনের দুর্যোগ মোকাবেলা এবং করোনাভাইরাস প্রতিরোধকল্পে বাংলাদেশ বিমান বাহিনী বিভিন্ন কার্যক্রম পরিচালনার মাধ্যমে জনগণের পাশে রয়েছে।-আইএসপিআর
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



