স্পেনে শাকিরার বিরুদ্ধে কর ফাঁকির মামলার লড়াই চলছে। শাকিরা দাবি করছেন যে, তার বিরুদ্ধে আনা কর ফাঁকির অভিযোগ সঠিক নয়। এর আগে শাকিরার বিরুদ্ধে ১৩.৯ মিলিয়ন ডলার কর দেওয়ার ক্ষেত্রে ব্যর্থতার জন্য অভিযোগ আনা হয়।
স্পেনের এক সাংবাদিকের সাথে ইন্টারভিউতে তিনি কর ফাঁকির বিষয়টি নিয়ে কথা বলেছেন। শাকিরা জানিয়েছেন যে, তিনি স্পেনের সকল আইন মেনে আদালতে তার বিরুদ্ধে আনীত অভিযোগের বিরুদ্ধে লড়ে যাবেন।
স্পেনের কর প্রশাসন শাকিরের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ এনেছে। তারা জানায় যে, কলম্বিয়ার এ বিখ্যাত সেলিব্রিটি ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে স্পেন সরকারকে ১৫ মিলিয়ন ডলার কর দেওয়ার কথা ছিল।
ওই দুই বছরের মধ্যে ১৫ মিলিয়ন ডলার কর না দেওয়ার কারণে স্পেনের কর প্রশাসন এ বিখ্যাত সেলিব্রেটির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করে।
তবে শাকিরা দাবী করছে যে, তিনি স্পেনে একটানা ১৮৩ দিন অবস্থান করেননি। তিনি ওই সময়ে বিশ্বের বিভিন্ন স্থানে ভ্রমণ করেছেন। যেহেতু শাকিরা লম্বা সময় স্পেনে অবস্থান করেননি কাজেই এখানে কর ফাঁকি দেওয়ার কোন বিষয় নেই।
শাকিরা আরও বলেন যে, নিয়ম অনুযায়ী তিনি স্পেনের সরকারকে যথেষ্ট পরিমাণ কর প্রদান করেছেন। এরপরেও তার বিরুদ্ধে মামলা দায়ের করায় বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন এ জনপ্রিয় তারকা।
শাকিরা বিশ্বাস করেন যে কর প্রশাসনের কাছে তার বিরুদ্ধে কোন বৈধ প্রমাণ নেই। প্রমাণ ব্যতীত আদালতে কর প্রশাসনের এ মামলা টিকবে না। শাকিরা এ অভিযোগকে মিথ্যা প্রমাণ করার জন্য যথেষ্ট পরিমাণ প্রমাণ জোগাড় করেছেন।
শাকিরা কর প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ এনে বলেন যে, তারা প্রায় সময় বিশ্বের সেলিব্রেটিদের হয়রানি করে থাকে। তাদের অন্যায্য আচরণের কারণে সেলিব্রেটিদের ভোগান্তি পোহাতে হয়।
শাকিরার আত্মবিশ্বাস আছে যে তিনি কর প্রশাসনকে হারিয়ে এ মামলা জয় করতে পারবেন। এর আগে কর প্রশাসন লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ এনেছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।