আন্তর্জাতিক ডেস্ক : বিজেপি সভাপতি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বেশ কয়েকবার বলেছিলেন, অনুপ্রবেশকারী ঠেকাতে পশ্চিমবঙ্গে এনআরসি তথা নাগরিক তালিকা হবে। কেন্দ্রীয় মন্ত্রিসভায় যোগদানের পর প্রথমবার এই রাজ্যে সফরে একই বিষয়ে পুনরাবৃত্তি করবেন বলে শোনা যাচ্ছে।
কেন্দ্রে ক্ষমতাসীন দলের এক প্রবীণ নেতার বরাত দিয়ে এনডিটিভি জানায়, ১ অক্টোবর কলকাতায় একটি নাগরিক সম্মেলনে ভাষণ দেবেন অমিত। সেখানে তিনি এনআরসি নিয়ে বক্তব্য রাখবেন।
গত লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির দুর্দান্ত পারফরম্যান্সের পর এই প্রথম কলকাতায় আসছেন অমিত শাহ, এই সফরে কয়েকটি দলীয় সভায় যোগ দেবেন। সেখানকার একটি দুর্গাপূজা মণ্ডপের উদ্বোধন করারও সম্ভাবনা রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতির।
সংবাদ সংস্থা আইএনএস-কে বিজেপি জাতীয় সম্পাদক রাহুল সিনহা বলেন, “অমিত শাহ ১ অক্টোবর কলকাতায় পৌঁছে যাবেন। আমরা এখনো এই সফরের চূড়ান্ত বিষয়গুলো ঠিক করছি। তিনি কলকাতায় এসে একটি নাগরিক সম্মেলনে জাতীয় নাগরিক তালিকা বা এনআরসি সংক্রান্ত বক্তব্য রাখবেন। পাশাপাশি তার এই সফরে কিছু অভ্যন্তরীণ দলীয় বৈঠক করারও কথা রয়েছে।”
সঙ্গে যোগ করেন, ওই নাগরিকদের সমাবেশ কোথায় হবে তা এখনো ঠিক হয়নি। কোন পূজা মণ্ডপটি উদ্বোধন করবেন সে বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
ভারত জুড়েই এনআরসি করা হবে এবং সব অবৈধ অনুপ্রবেশকারীকে আইনি উপায়ে দেশ থেকে বিতাড়িত করা হবে, বুধবার এমনটাই জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
তিনি আরও বলেন, “২০১৯ সালে নির্বাচিত করার মধ্য দিয়েই দেশজুড়ে এনআরসি করার অনুমোদন দিয়েছে দেশের মানুষ।”
এদিকে এনআরসি নিয়ে বিরোধী অবস্থানে আছে পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল। রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে আন্দোলনের ডাকও দিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।