জুমবাংলা ডেস্ক : ভারতের কলকাতার পার্ক স্ট্রিটের একটি হোটেল থেকে মাদারীপুর জেলার এক বিএনপি নেতাকে আটক করেছে কলকাতা পুলিশ। গতকাল রাতে ওই হোটেল অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
পুলিশ জানিয়েছে, আটক বিএনপি নেতার নাম সেলিম মন্ডল হলেও তিনি ‘রবি শর্মা’ নামে ভুয়া ইন্ডিয়ান পাসপোর্ট এবং ভারতীয় ভুয়া আঁধার কার্ড, ভোটার কার্ড এমনকি প্যান কার্ডও বানিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
আটকের সময় তাঁর কাছ থেকে জাল পাসপোর্ট ও অন্যান্য নথি উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে কলকাতা পুলিশ। সেলিম মন্ডল ওরফে রবি শর্মাকে আজ শনিবার ব্যাংকসাল আদালতে তোলা হবে।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেলিম মন্ডল ওরফে রবি শর্মা স্বীকার করেছেন তিনি বাংলাদেশের মাদারীপুর জেলার বিএনপি নেতা। বছর দুয়ের আগে সাবেক ক্ষমতাসীন আওয়ামী লীগের হাত থেকে প্রাণে বাঁচতে তিনি পশ্চিমবঙ্গে পালিয়ে এসেছিলেন।
আটক ব্যক্তির কাছ থেকে জব্দ করা পাসপোর্ট ও আধার কার্ডে তাঁর নাম লেখা রয়েছে রবি শর্মা। দালালের মাধ্যমে তিনি অবৈধভাবে সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে আশ্রয় নেন।
পুলিশ জানায়, কোথায় তিনি এই জাল পাসপোর্ট ও আধার কার্ড বানিয়েছেন, ২ বছর ধরে কোথায় কোথায় থেকেছেন, জাল পরিচয় তৈরিতে কে বা কারা সাহায্য করেছে তা খতিয়ে দেখছেন পুলিশেল এসটিএফ এর তদন্তকারী কর্মকর্তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।