আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি গত সপ্তাহেই পেট্রল ও ডিজেলের দাম কমিয়েছে ভারত সরকার। ভোটের আগে কার্যত কল্পতরু হয়েই গ্যাসের দাম কমানোর পরে পেট্রল ও ডিজেলের দাম কমানো হয়েছে। প্রতি লিটারে ২ টাকা করে কমিয়েছে জ্বালানির দাম। সরকারের এই সিদ্ধান্তে আমজনতা দারুণ খুশি হলেও মুখ বেজার পেট্রল ডিলাররা। কারণ এরফলে আড়াই কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন তাঁরা।
আসলে দেশটির কেন্দ্রীয় সরকার বৃহস্পতিবার রাতে পেট্রল ও ডিজেলের দাম ২ টাকা কম করার ঘোষণা করেছিল। শুক্রবার থেকে কার্য কর করা হয়েছে নতুন দাম। ফলস্বরূপ ওই দিন থেকে কম দামে পেট্রল বিক্রি করতে হয়েছে ডিলারদের। কিন্তু, তাঁদের কাছে পেট্রলের যে স্টক ছিল, তা কেনা হয়েছিল আগের দামেই। ফলে ২ টাকা কমে পেট্রল বিক্রি করে প্রথম দিনেই আড়াই কোটি টাকা ক্ষতির মুখে পড়েন ডিলাররা।
পেট্রলের দাম কমানোর ফলেই ডিলারেরা যে অখুশি তা নয়। বিষয়টির ব্যাখ্যা দিতে গিয়ে পেট্রল ডিলার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি রবি শিন্ডে বলেছেন, ‘মাত্র এগারো ঘণ্টা সময় দিয়ে পেট্রলের দাম কমানোর যে ঘোষণা কেন্দ্র করেছে, তার আগে সংগঠনকে কোনও আভাস দেওয়া হয়নি, যার কারণেই আমরা বিক্ষুব্ধ।’ এমনকি এরফলে আন্দোলনের রাস্তাতেও হাঁটা হতে পারে বলে দাবি করেন তিনি। প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, পিডিএ প্রেসিডেন্ট চেতন মোদী জানান, ‘আমরা ডিলার মার্জিন বৃদ্ধির দাবিতে ও দেশব্যাপী আন্দোলনের জন্য মহারাষ্ট্র এবং সারা দেশের অন্য সংগঠনগুলোর সমর্থন পাচ্ছি।’
বিশেষ বিষয় হলো, স্টেকহোল্ডারদের সঙ্গে পরামর্শ ছাড়াই দাম কমানোর সিদ্ধান্তের কারণে শুধুমাত্র মুম্বাইতে ২৩৪টি পাম্প প্রভাবিত হয়েছিল বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। অ্যাসোসিয়েশনের এক ব্যক্তি দাবি করেছেন, সরকারকে অবশ্যই ডিলার মার্জিন বাড়াতে হবে।
পেট্রল ও ডিজেলের নতুন দাম কত?
উল্লেখ্য, সরকারের এই সিদ্ধান্তের ফলে পেট্রল ও ডিজেলের দাম কমেছে। যার বিরাট সুবিধা পাচ্ছে সাধারণ মানুষ। নতুন দাম চালু হওয়ার পর কলকাতায় পেট্রলের লিটার প্রতি দাম রয়েছে ১০৩.৯৩ টাকা। ডিজেলের প্রতি লিটারের দাম রয়েছে ৯০.৭৬ টাকা।
আবার দিল্লিতে পেট্রলের লিটার প্রতি দাম রয়েছে ৯৪.৭২ টাকা। অন্যদিকে ডিজেলের লিটার প্রতি দাম রয়েছে ৮৭.৬২ টাকা। মুম্বইতে পেট্রলের লিটার প্রতি দাম রয়েছে ১০৪.২১ টাকা ও ডিজেলের প্রতি লিটারের দাম রয়েছে ৯২.১৫ টাকা। চেন্নাইতে পেট্রলের লিটার প্রতি দাম রয়েছে ১০১.১৮ টাকায়। সেখানে ডিজেলের দর ৯২.৭৬ টাকা/লিটার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।