স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ম্যাচে লোকেশ রাহুলের একটি শট ফেরাতে গিয়ে সীমানার কাছে সাইড লাইনে আছড়ে ইনজুরিতে পড়েছেন কলকাতা নাইট রাইডার্সের অন্যতম সেরা অলরাউন্ডার আদ্রে রাসেল।
আর তাতেই কলকাতার পরের ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে অনিশ্চিত হয়ে পড়েন রাসেল। তবে রাসেলের ইনজুরির পরও কলকাতা ম্যাচটি জিতে নেয় ২ রানে।
রাসেলের চোট গুরুতর না হলেও তাকে বিশ্রাম দেয়া হতে পারে জানিয়েছে ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যম। কলকাতা দলপতি দীনেশ কার্তিক জানিয়েছেন, তারা রাসেলকে পর্যবেক্ষণের পর সিদ্ধান্ত নেবেন।
পাঞ্জাবের বিপক্ষে ম্যাচ শেষে কার্তিক বলেন, রাসেল ইনজুরিতে পড়েছে। এটা খুব কঠিন। সে একজন বিশেষ খেলোয়াড়, সে একজন বিশেষ ব্যক্তি। আমরা তাকে পর্যবেক্ষণ করবো।
প্রসঙ্গত, আগামীকাল ১২ অক্টোবর শারজাহতে বেঙ্গালুরুর বিপক্ষে খেলতে নামবে কলকাতা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।