বিনোদন ডেস্ক : কখনও ট্রেনে ঘুরে আবার কখনও রানাঘাটে স্টেশন বসে গান গাইতেন। স্টেশনে বসে গান গাওয়ার সময়ই তা ফেসবুকে ভাইরাল হয়ে যায়। ‘এক প্যার কা নাগমা’-র সূত্র ধরেই বর্তমানে তাঁর নামের আগে জুড়ে দেওয়া হয়েছে ‘ইন্টারনেট সেনসেশন’ শব্দটি। সেই রানু মণ্ডলের আরও একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়।
যেখানে কলকাতার রাস্তায় গান গাইতে দেখা যায় রানু মণ্ডলকে। যেখানে ‘ক্যা হুয়া তেরা ওয়াদা’ গাইতে শোনা যায় রানুকে। ‘ইন্টারনেট সেনসেশনের’ ওই ভিডিও প্রকাশ্যে আসার পরই তা ভাইরাল হয়ে যায়।
রানাঘাট স্টেশনে বসে রানু মণ্ডলের ওই গান ভাইরাল হওয়ার পর হিমেশ রেশমিয়ার ছবি ‘হ্যাপি হার্ডি অ্যান্ড হির’-এ তাঁকে দিয়ে প্লে ব্যাক করানো হয়। হিমেশ রেশমিয়ার ওই সিনেমায় ‘তেরি মেরি কাহানি’ থেকে শুরু করে, ‘আদত’ কিংবা ‘আশিকি মে তেরি’-তে প্লে ব্যাক করেন রানু মণ্ডল। সম্প্রতি ওই সিনেমার মিউজিক লঞ্চেও হিমেশ রেশমিয়ার সঙ্গে হাজির হন রানু মণ্ডল। যেখানে রানুর পথ চলা নিয়ে প্রশ্ন করতেই চোখে জল এসে যায় হিমেশের।
ऐसा क्या हुआ की सड़क पर झोला लेकर गाने को मजबूर हो गईं #रानुमंडल #ranumondal #ranumandal pic.twitter.com/ULe13Fz50g
— Whats In The News (@_whatsinthenews) September 19, 2019
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।