কলকাতা থেকে বাংলাদেশগামী ট্রেনে যাত্রীরা কি মদ নিয়ে যেতে পারেন?
জুমবাংলা ডেস্ক : কলকাতা থেকে বন্ধন কিংবা মৈত্রী এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা কি বাংলাদেশে মদ নিয়ে যেতে পারেন? আর পি এফ বলছে – পারেন না। ভারতীয় কাস্টমস বলছে, যাত্রী পিছু দু লিটার করে মদ নিয়ে গেলে তা নিয়মের বেড়াজালে পড়ে না। ঘটনার সূত্রপাত মৈত্রী এক্সপ্রেস এর ঢাকাগামী এক যাত্রীর লাগেজ স্ক্যানারে ফেলতেই লাগেজের সঙ্গে দুটি মদের বোতল দেখতে পেয়েই আর পি এফ বাধা দেয়।
ছুটে আসে কাস্টমসের লোকজন। মদের বোতল ওজন করে তারা মত দেয় যে সম্পূর্ণ বৈধভাবেই এই মদ নিয়ে যাচ্ছেন যাত্রী। বিতন্ডা শুরু হয় কাস্টমস ও আর পি এফের মধ্যে। আর পি এফ কদিন আগে বন্ধন এক্সপ্রেসে খুলনায় চোরাচালান করে মদের পেটি নিয়ে যাওয়ার উদাহরণটি দেয়।
কাস্টমস জানায়- দু লিটার পর্যন্ত একজন যাত্রী মদ নিয়ে যেতেই পারেন। বিতন্ডায় ছাড়তে বিলম্ব হয় মৈত্রী এক্সপ্রেস এর। এই সপ্তাহেই কলকাতা কাস্টমস এর আধিকারিকরা আর পি এফ অধিকারিকদের সঙ্গে বসবেন বিষয়টির নিষ্পত্তি করতে।
আর পি এফের ইন্সপেক্টর জেনারেল পরম শিব জানিয়েছেন যে কাস্টমস দাবি করছে মাল আমদানি রপ্তানির বিষয়টি তাদের দেখার কথা। আলোচনার মাধ্যমে বিষয়টির একটা সুষ্ঠু মীমাংসা করার কথা বলেছেন পরম শিব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।