জুমবাংলা ডেস্ক : বরাদ্দকৃত তরঙ্গ পুরোপুরি ব্যবহার করে না দেশের শীর্ষ মোবাইলফোন অপারেটর গ্রামীণফোন। কিন্তু কলড্রপ নিয়ে নিয়মিত অভিযোগ পাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বিষয়টি নিয়ে সম্প্রতি বিটিআরসি ভবনে অনুষ্ঠিত টেলিকম অপারেটরদের রুদ্ধদ্বার বৈঠকও হয়েছে। তবে সমাধান না হওয়ায় অপারেটরটিকে নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বুধবার (৩ জুলাই) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগে সাংবাদিকদের সঙ্গে আলাপাকালে তিনি জানান, গত ১ জুলাই গ্রামীণফোনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বাকি অপারেটরদেরও নজরদারিতে রাখা হয়েছে। এজন্য দুটি ড্রাইভ টেস্ট গাড়ি দেশের বিভিন্ন প্রান্তে কাজ শুরু করেছে। টেস্টে ত্রুটির কারণ বিষয়ে সন্তোষজনক উত্তর দিতে না পারলে বড় ধরনের জরিমানায় পড়তে পারে অপারেটরটি।
পলক আরও বলেন, টেস্ট ড্রাইভের প্রাথমিক রিপোর্ট নিয়ে গত ৩০ জুন বিষয়টি নিয়ে বৈঠক করেছি। বৈঠকে ৪টি মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের (এমনও) এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছিলাম। সেই বৈঠকে তাদের বরাদ্দকৃত তরঙ্গ কম ব্যবহারের বিষয়টি দেখিয়েছি। কিন্তু তারা বারবার টাওয়ার কম ইস্যু তুলছে। অথচ যে টাওয়ার রয়েছে সেখানে প্রাপ্ত তরঙ্গ ব্যবহার করছে না। তারা এক্ষেত্রে নতুন প্রযুক্তি ব্যবহার ও বিনিয়োগ করছে না। এটা খুঁজে বের করে ধরেছি। বরাদ্দ ও প্রতিশ্রুতি অনুযায়ী কেন তারা সেটা করল না সে বিষয়ে বিটিআরসি চেয়ারম্যানকে জিজ্ঞেস করেছিলাম। জবাবে তিনি জানিয়েছেন, এক্ষেত্রে তাদের জরিমানা করার সুযোগ রয়েছে। এ কারণেই আইনি প্রক্রিয়া অনুযায়ী, প্রথমে গ্রামীণফোনকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করেছি। অন্যগুলো বিশ্লেষণ চলছে। তারা সঠিক ব্যাখ্যা দিতে পারলে এবারের মতো মাফ পাবে।
এদিকে গত ৩০ জুনের মধ্যে বিটিসিএল, টেলিটক, টেশিস ও ডাক বিভাগ আর্থিক প্রতিবেদন দাখিল করতে না পারায় প্রতিষ্ঠানগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে তিন সপ্তাহ সময় দেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, আগামী ২১ জুলাইয়ের মধ্যে তাদের আয়-ব্যয়ের তথ্য পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ডাকের দুর্নীতি নিয়ে বিভাগীয় তদন্ত কমিটি কাজ করছে। দোষ পাওয়া মাত্রই অভিযুক্তদের চাকরিচ্যুত করে তাদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে। স্মার্ট টেলিকম ও আইসিটি খাত গড়ে তুলতে সরকারি যেসব প্রতিষ্ঠান সম্পদের সৎ ব্যবহার করতে পারছে না বেসরকারি খাতের সঙ্গে যৌথ অংশীদারত্বে সেই প্রতিষ্ঠানগুলোর সম্পদ ও মানবসম্পদের দক্ষতা অর্জন করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।