যুক্তরাষ্ট্রের ট্রেজারি মন্ত্রণালয় কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো, তার স্ত্রী ও ছেলেকে নিষেধাজ্ঞা দিয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) ট্রেজারিমন্ত্রী স্কট বেসেন্ট এ তথ্য নিশ্চিত করেন।
বিবৃতিতে মার্কিন কর্তৃপক্ষ প্রেসিডেন্ট পেত্রোকে ‘মাদক ব্যবসায়ীদের পৃষ্ঠপোষক’ হিসেবে উল্লেখ করেছেন। ট্রেজারিমন্ত্রীর বক্তব্য, ২০২২ সালের পর থেকে কলম্বিয়ায় কোকেন উৎপাদনে উল্লম্ফন ঘটেছে, যা যুক্তরাষ্ট্রে প্রবাহিত হয়ে মানুষের জীবন বিপন্ন করছে। তিনি বলেন, প্রেসিডেন্ট পেত্রো মাদকপাচার দমন করার পরিবর্তে ব্যবসায়ীদের পৃষ্ঠপোষকতা করছেন।
অন্যদিকে, গুস্তাভো পেত্রো যুক্তরাষ্ট্রের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। এক্সে (সোশ্যাল মিডিয়া) পোস্ট করা বার্তায় তিনি বলেন, “আমার সরকারের আমলে কোকেন উৎপাদন বৃদ্ধি পায়নি বরং হ্রাস পেয়েছে। আমাদের সময়ে ইতিহাসে সর্বোচ্চ কোকেন জব্দ করা হয়েছে।”
মার্কিন নিষেধাজ্ঞার কারণে কলম্বিয়ার রাষ্ট্রপ্রধান ও তার পরিবারের আন্তর্জাতিক আর্থিক লেনদেনে সরাসরি প্রভাব পড়তে পারে। এ ঘটনা দুই দেশের সম্পর্কেও নতুন ধরনের উত্তেজনার সূত্রপাত করেছে।
এই বার্তা তিনি শেষ করেন লাতিন আমেরিকার বামপন্থি বিপ্লবীদের স্লোগান দিয়ে। সেই স্লোগান হলো, ‘আমরা এক পা-ও পিছু হটব না এবং কখনও হাঁটু গেড়ে বসব না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



