কলাগাছের ভেলায় চড়ে বিয়ে করতে হাজির হলো বর

গসিপ ডেস্ক : বন্যার কোমর পানিতে তলিয়ে গেছে সড়ক। তাই বলে তো বিয়ে থেমে থাকতে পারে না। ভেলায় চড়েই কনের বাড়িতে হাজির হন বর।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়ে পড়েছে।

এতে দেখা যায়, ছাতা মাথায় ভেলায় দাঁড়িয়ে আছেন বর। আর তলিয়ে যাওয়া সড়কের ওপর দিয়েই ভেলা টেনে নিয়ে যাচ্ছেন আরেকজন। সেই দৃশ্য দাঁড়িয়ে দেখছেন উৎসুক লোকজন।

ভাইরাল হওয়া ওই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে জনপ্রিয় হিন্দি সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’-এর ‘মেহেদি লাগাকে রাখনা, ডোলি সাজাকে রাখনা’ গানটি বাজতে ছিল।

ভিডিওটি শেয়ার করে নেটিজেনরা হাস্যরসাত্মক নানা মন্তব্য করেছেন। হাসির ইমো দিয়ে হাসান ইমাম নামে একজন লিখেছেন, “চিন্তা করতেছি বউ নিয়া কেমনে আসবে?”

ক্র্যাশ অ্যান্ড কনফেশনস অব ঢাকা নামের একটি পেজ ভিডিওটি শেয়ার দিয়ে লিখেছে, “যত বাধা আসুক না কেন বিয়ে করেই ছাড়বো।”

তবে ভিডিওটি কোন এলাকা থেকে ধারণ করা সেটা জানা যায়নি।