কলাপাড়ায় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় পানিতে ডুবে চাচাতো দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। সোমবার (২২ জুলাই) দুপুরে উপজেলার চম্পাপুর ইউনিয়নের দেবপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

মৃত শিশুরা হলো, একই গ্রামের জালাল সিকদারের মেয়ে মীম (৬) এবং তার ভাই কামাল সিকদারের ছেলে তামিম (২)।

শিশুদের স্বজনদের সূত্রে জানা যায়, মীম ও তামিম নিজ বাড়ির পুকুর পাড়ে খেলা করতে ছিল। সবার অগোচরে তারা পুকুরে পড়ে যায়। পরে ভাসমান অবস্থায় পুকুর থেকে তাদের উদ্ধার করে স্বজনরা। তাৎক্ষণিকভাবে তাদের কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উভয়কে মৃত ঘোষণা করেন।

কলাপাড়া হাসপাতালের চিকিৎসক ডাক্তার জুয়ায়েত খান লেলীন জানান, মৃত অবস্থায় ওই দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।