জুমবাংলা ডেস্ক: রাজধানীর কলাবাগান এলাকা থেকে আজ (৩১ মে) দুপুরে এক নারী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত চিকিৎসকের নাম কাজী সাবিরা রহমান লিপি (৪৭)। তিনি গ্রিন লাইফ হাসপাতালের রেডিওলোজি বিভাগের কর্মরত ছিলেন বলে জানিয়েছেন কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) রব্বানী।
তিনি বলেন, ৫০/১ ফাস্ট লেনের বাসা থেকে ওই নারী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার পিটে ও গলায় জখমের চিহ্ন রয়েছে।
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, ওই চিকিৎসককে হত্যা করা হতে পারে।
এদিকে ঘটনাস্থলে পৌঁছেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তারা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছেন।
যে বাসায় ওই চিকিৎসক থাকেন সেখানে আরও দুটি রুম সাবলেট দেওয়া আছে। ডা. সাবিরা ওই ফ্ল্যাটে নিজের কক্ষে একাই থাকতেন।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় নেওয়া হচ্ছে।
ওই ভবনের মালিক ও ফ্ল্যাটের সহ ভাড়াটিয়ারা (সাবলেট) থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


