সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জের হরিরামপুরে অস্ত্র উচিয়ে কলেজ শিক্ষককে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে কলেজের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১১ আগস্ট) বেলা ১১টায় উপজেলার সরকারী বিচারপতি নুরুল ইসলাম কলেজ চত্ত্বরে আয়োজিত মানববন্ধনে অংশ নেয় ওই কলেজের শতাধিক শিক্ষার্থী।
ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন নাহিদুর রহমান রহমান নয়ন, পার্থ সরকারসহ কয়েকজন শিক্ষার্থী।
বক্তারা বলেন, গত ২৪ জুলাই সন্ধ্যায় হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান তাদের কলেজ শিক্ষককে অস্ত্র উঁচিয়ে মেরে ফেলার হুমকী দেন। একজন শিক্ষককে কোন কারণ ছাড়াই এই ধরণের হুমকীর নিন্দা জানান তারা।
উল্লেখ্য, হত্যার হুমকির শিকার সরকারী বিচারপতি নুরুল ইসলাম কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রতন কুমার দাস এ ঘটনায় উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমানের বিরুদ্ধে থানার অভিযোগ দায়ের করেছেন ওই কলেজ শিক্ষক।
তবে হরিরামপুর উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান ওই কলেজ শিক্ষককে হত্যার হুমকীর বিষয়টি সম্পুর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন দাবি করে বলেন, ঝিটকা আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে আমাকে হেনস্তা করতে একটি চক্র আমার বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়েছে। আমার বিরুদ্ধে তারা যেসব অভিযোগ করেছে সবই মিথ্যা ও ভিত্তিহীন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।