আমরা যখন চ্যাটজিপিটি ব্যবহার করি তখন দুইটি ভার্সন পেয়ে থাকে। একটি হচ্ছে ফ্রি ভার্সন যা জিপিটি ৩.৫ নামে পরিচিত। অন্যটি পেইড ভার্সন যা বিশ ডলার দিয়ে সাবস্ক্রাইবশনের মাধ্যমে ব্যবহার করতে হয়। এটি আবার জিপিটি ফোর নামে পরিচিত। ফ্রি ভার্সনে আপনি টেক্সটের মাধ্যমে নানা ধরনের কাজ করতে পারবেন।
চ্যাটজিপিটি ফোর ভার্সন বা পেইড ভার্সনের মধ্যে এমন দুর্দান্ত ফিচার রয়েছে যা অবাক করে দেওয়ার মত। যেমন ধরুন আপনি এই মুহূর্তে কল্পনায় যে চিত্র চিন্তা করেছেন তা তৈরি করে দিতে সক্ষম চ্যাটজিপিটির পেইড ভার্সন। সেটা হতে পারে এরকম অনেক কল্পনা যার সাথে বাস্তবতার কোন মিল নেই।
এই পেইড ভার্সন টেক্সটের পাশাপাশি যেকোন চিত্র নিয়ে কাজ করতে পারে। ওপেন এআই সর্বশেষ SORA নামক একটি এআই মডেল নিয়ে কাজ করছে যা টেকনোলজির জগতে একটি চমকপ্রদ ইনোভেশন হিসেবে সবার সামনে আসবে।
এটি এখনো পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। SORA মডেল আপনাকে ভিডিও দৃশ্য তৈরি করে দিতে সক্ষম হবে। আপনি এরকম কিছু কল্পনা করতে পারেন যা বাস্তবসম্মত বা একেবারেই অবাস্তব সবকিছু নিয়েই এটি কাজ করতে পারবে।
কাজেই চ্যাটজিপিটির ফ্রি ভার্সন থেকে এআই মডেল অনেক বেশি শক্তিশালী। SORA মডেল উচ্চমানের ভিডিও তৈরি করতে সক্ষম। আপনি যদি লম্বা সময়ের ভিডিও চান সেটাও সম্ভব। আপনার ভাষা বুঝতে পারবে এবং ভিজ্যুয়াল অনুবাদ করতে পারবে।
পাশাপাশি এটি ভিডিও থেকে ভিডিও তৈরি, ছবি থেকে ভিডিও তৈরি ও ট্যাক্স থেকে ভিডিও বানানোর কাজ করতে পারবে। ভিডিওর লাইটিং, কালার, ব্যাকগ্রাউন্ড সবকিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেমের মাধ্যমে তৈরি হবে।
যে অ্যাঙ্গেল এবং পার্সপেক্টিভ থেকে ভিডিও ধারণ করতে চান সেটি তৈরি করে দিতে পারবেন চ্যাটজিপিটি। আপনি এরকম কিছু কল্পনা করতে পারেন যা একেবারেই বাস্তবসম্মত নয়। যেমন কোন একটি শহর পুরোপুরি পানিতে ডুবে আছে এবং সেখানে বড় বড় মাছ সাঁতার কাটছে।
এ ধরনের কাল্পনিক ভিডিও খুব সহজে তৈরি করে দিতে পারবে SORA মডেল। এটি আপনার পছন্দ অনুযায়ী এনিমেটেড ভিডিও তৈরি করে দিতে পারবে। সিনেমার ট্রেলার তৈরি করে দেওয়ার নির্দেশনা দিতে পারলে SORA মডেল এটি আপনার জন্য তৈরি করতে পারবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।