বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বছরগুলোতে মোবাইল প্ল্যাটফর্মে ব্যাপক সাফল্য পেয়েছে পাবজি: মোবাইল, গারিনা ফ্রি ফায়ার এর মতো মোবাইল শুটার গেমগুলো। বাজারে আসার অপেক্ষায় আছে রায়ট গেমসের ‘ভ্যালোর্যানন্ট’ এবং ইলেকট্রনিক আর্টসের ‘ব্যাটলফিল্ড’-এর মোবাইল সংস্করণ। এবার এই সারিতে যুক্ত হতে যাচ্ছে পিসি ও কনসোল প্ল্যাটফর্মে তুমুল জনপ্রিয় ব্যাটল রয়্যাল গেম ‘কল অব ডিউটি’ ফ্র্যাঞ্চাইজের ‘ওয়ারজোন’ গেমটি।
গত বৃহস্পতিবার নিজদের ওয়েবসাইটে অ্যাকটিভিশন ঘোষণা দিয়েছে, ওয়ারজোনের মোবাইল সংস্করণ হবে ‘বড় পরিসরে ব্যাটল রয়্যাল অভিজ্ঞতা’ এবং সামনের বছরগুলোতেও মোবাইল গেমারদের মাতিয়ে রাখতে গেমটি বানানো হচ্ছে বাজারের ‘সেরা প্রযুক্তি’ ব্যবহার করে।
ওয়ারজোনের মোবাইল সংস্করণ ‘অ্যাপেক্স লিজেন্ডস মোবাইল’-এর মতো কেবল মোবাইল প্ল্যাটফর্মের গেমারদের বিপরীতে খেলা যাবে নাকি ‘ফোর্টনাইট’-এর মোবাইল সংস্করণের মত ক্রস-প্ল্যাটফর্ম ম্যাচ খেলা যাবে, সে বিষয়টি পরিষ্কার নয়। এ প্রসঙ্গেও কোনো মন্তব্য করতে রাজি হয়নি অ্যাকটিভিশন।
তবে গেমটি সম্ভবত এখনো প্রাথমিক পর্যায়েই আছে বলে শঙ্কা প্রকাশ করেছে নানা প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ভার্জ।
কেননা অ্যাকটিভিশনের ওই ঘোষণার নিচেই ছিল একটি চাকরির বিজ্ঞাপন। অন্যদিকে এখনো গেমটির কোনো স্ক্রিনশট বা গেইমপ্লে ভিডিও প্রকাশ করেনি তারা। এমনকি কবে নাগাদ গেমটি বাজারে আসতে পারে সে বিষয়েও কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
এদিকে, মোবাইল শুটার গেমের বাজারে ব্যাপক সাফল্য পেয়েছে অ্যাকটিভিশন। ২০১৯ সালে ‘কল অব ডিউটি: মোবাইল’ মুক্তির পর থেকে এখন পর্যন্ত গেমটির খেলোয়াড়দের সংখ্যা ছাড়িয়েছে দেড়শ কোটি। সম্ভবত, ‘ওয়ারজোন’ দিয়েও একই সাফল্যের আশা করছে অ্যাকটিভিশন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।