জুমবাংলা ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় যাত্রীবাহী দু্ই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ১৫জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন শতাধিত যাত্রী। দুর্ঘটনার পর সেনাবাহিনীর নেতৃত্বে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু করছে।
মঙ্গলবার রাত পৌনে ৩টার দিকে উপজেলার মন্দভাগ রেলওয়ে স্টেশনের ক্রসিংয়ে আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ও তুর্না নীশিতার মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুটি ট্রেনেরই বেশ কয়েকটি করে বগি দুমড়ে মুচড়ে যায়।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ মোফাজ্জল হোসেন গণমাধ্যমকে বলেন, সেনাবাহিনীর নেতৃত্বে কাজ করছে পুলিশ ও ফায়ার সার্ভিস। দুটি ক্রেন দিয়ে উদ্ধার কাজ চলছে। এরমধ্যে ঘটনাস্থলে থাকা কোচ গুলোকে সরিয়ে ফেলা হয়েছে। আর একটি কোচ বাকি আছে। এই কোচটি উদ্ধার করা হলে ঘণ্টা খানেকের মধ্যে রেল লাইন সচল হয়ে যাবে।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সর্ভিসের উপ-সহকারী পরিচালক তানহারুল ইসলাম বলেন, ‘নিহত ১৫ জনের ভেতরে ৯ জনের মরদেহ স্পটে পাওয়া গেছে। এছাড়া তিনজন কসবা মেডিকেল হাসপাতালে, দুই জন ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে এবং একজন কুমিল্লা মেডিকেল মারা যান।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।